IndiGo Travel Advisory: বালিতে জেগে উঠেছে আগ্নেয়গিরি, সমস্ত বিমান বাতিল করল ইন্ডিগো; অসহায় যাত্রীরা

IndiGo Canceled All Flights From Bali (Photo Credit: X)

বালির (Bali) একটি আগ্নেয়গিরি থেকে শুরু হয়েছে অগ্ন্যুৎপাত (Volcanic Eruption)। ফলে বালি থেকে আসা বা যাওয়ার কোনও বিমান চালাবে না ইন্ডিগো (IndiGo)। এই মুহূর্তে বালির আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের জেরে বিমান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগ্নেয়গিরির উড়ন্ত ছাইয়ের জেরে তা বিমানের চলাচলের পথে বিঘ্ন ঘটাতে শুরু করেছে। ফলে এই মুহূর্তে ইন্দোনেশিয়ার বালিতে কোনও বিমান ইন্ডোগ চালাবে না বলে স্পষ্ট জানানো হয়েছে। বিমান বাতিলের জেরে যদি কেউ অন্য উড়ান বুক করতে চান বা টিকিটের টাকা ফেরৎ চান, তাতেও সাহায্য করা হবে সংশ্লিষ্ট সংস্থার তরফে। এমনই জানায় ইন্ডিগো।

দেখুন ইন্ডিগোর তরফে বালিতে বিমান চলাচল নিয়ে কী জানানো হল...

 

বালিতে অগ্নুৎপাত অব্যাহত। ফলে একাধিক উড়া বাতিলের জেরে বিমানবন্দরে অসহায়ের মত বসে থেকে অপেক্ষা করতে হচ্ছে বহু যাত্রীকে...

 

বিমানবন্দরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায়রত যাত্রীরা...