IPL Auction 2025 Live

Hurricane Beryl Update: জামাইকায় আঘাত হানার পর মেক্সিকো ও কেইম্যান আইল্যান্ডের দিকে ধেয়ে যাচ্ছে 'হ্যারিকেন বেরিল'

অতি বিপজ্জনক ঘূর্ণিঝড় 'হ্যারিকেন বেরিল'র কবলে পড়তে চলেছে মেক্সিকো ও কেইম্যান আইল্যান্ড...

Hurricane Beryl heads for Cayman Islands and Mexico (Photo Credit: X)

নয়াদিল্লি: পূর্ব আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ‘হ্যারিকেন বেরিল' (Hurricane Beryl) জামাইকায় (Jamaica) আঘাত হানার পর মেক্সিকো (Cayman) ও কেম্যান দ্বীপপুঞ্জের (Cayman Islands) দিকে আছড়ে পড়তে চলেছে। হ্যারিকেনের কারণে ইতিমধ্যে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে, মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে পৌঁছেছে। অতি বিপজ্জনক ঘূর্ণিঝড় হ্যারিকেন বেরিল প্রথমে ক্যারিবীয় অঞ্চলের গ্রেনাডার উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জে তাণ্ডব চালায় তারপর আরও শক্তিশালী হয়ে দক্ষিণ-পূর্ব ক্যারিবীয় অঞ্চলের দেশ জামাইকাতে আছড়ে পড়ে, সেখানেও ব্যপক্য ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার হ্যারিকেন বেরিল কেম্যান দ্বীপপুঞ্জ এবং মেক্সিকোতে আঘাত হানতে পারে বলে খবর। জরুরী বিভাগের কর্মীরা বন্যাপ্রবণ এলাকা থেকে মানুষকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, সতর্কতা জারি করা হয়েছে।

দেখুন

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)