IPL Auction 2025 Live

Greece: গ্রীসে জাহাজডুবির ঘটনায় মৃত ৮০ পরিযায়ী

এখনও পর্যন্ত ১০০ জনকে উদ্ধার করা হয়েছে।

Photo Credit BNO News

গ্রীস উপকূলে ডুবে গেল জাহাজ। ঘটনায় মৃতের সংখ্যা ৮০।বিগত কয়েক বছরের মধ্যে ইউরোপে সবথেকে ভয়াবহ জাহাজডুবির ঘটনা ঘটল গ্রীসে।উপকূল বাহিনীর তরফে ইতিমধ্যেই ১০০ জনকে উদ্ধার করা হয়েছে।গ্রীসের উপকূল বাহিনীর তরফে একটি ছবি প্রকাশ করা হয়েছে জাহাজটির।

মাছ ধরার এই বড় জাহাজটি লিবিয়ার তবরুক শহর থেকে যাত্রা শুরু করে এবং ভূমধ্যসাগরে এসে ডুবে যায়। বুধবার পর্যন্ত ৮০ টি দেহ উদ্ধার করা হয়েছে উপকূল বাহিনীর তরফে।যদিও এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা যাচ্ছে।

২৫ থেকে ৩০ মিটারের ওই জাহাজটি ৭৫০ জনকে বহন করে নিয়ে যাচ্ছিল। যা তার ক্ষমতার থেকে বেশি বলে জানিয়েছে গ্রীসের উপকূল বিভাগ।

গ্রীস উপকূল বাহিনীর তরফে জানা গেছে, বুধবার ১.৪০ নাগাদ জাহাজটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। ইঞ্জিন বন্ধ হওয়ার কারণে জাহাজটি দাঁড়িয়ে পড়ে। এর ঠিক কিছুক্ষনের মধ্য়ে জাহাজটি একটি বাঁক নিয়ে ডুবতে শুরু করে। এবং মিনিট ১৫ মধ্য়েই ডুবে যায়।

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)