G7 Summit: পোপ ফ্রান্সিসের কপালে কপাল ছুঁয়ে কথা বাইডেনের, মার্কিন প্রেসিডেন্টের ব্যবহারে প্রবল সমালোচনা
জি ৭ সম্মেলনের (G7 Summit) আউটরিচ সেশনে পোপ ফ্রান্সিসের সঙ্গে কথা বলতে দেখা যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে(Joe Biden)। শুধু তাই নয়, পোপ ফ্রান্সিসের কপালে কপাল ঠেকিয়ে কথা বলতে দেখা যায় মার্কিন প্রেসিডেন্টকে। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয়ে যায় সমালোচনা। এমনকী ফ্রান্সিসের কপালে কপাল ঠেকিয়ে বাইডেন যেভাবে কথা বলেন, তাতে পোপের অস্বস্তি হয় বলে দাবি করা হয় বিভিন্ন মহলের তরফে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কীভাবে এই ধরনের ব্যবহার করলেন,তা নিয়েও বিরক্তি প্রকাশ করেন অনেকে।
আরও পড়ুন: G7 Summit: আউটরিচ সেশনে পোপের সঙ্গে সাক্ষাতের পর ফের সুনকের সঙ্গে আলোচনায় মগ্ন মোদী, দেখুন
দেখুন ভিডিয়ো...
জি ৭-এর আউটরিচ সেশনে পোপ ফ্রান্সিসের সঙ্গে কথা বলতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। ভারতের প্রধানমন্ত্রীকে দেখে উষ্ণ আলিঙ্গন করেন পোপ ফ্রান্সিস।