Truth Social: কাল লঞ্চ ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব 'ফেসবুক'-এর

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ভুয়ো খবর, তথ্য তুলে ধরার জন্য ফেসবুক, টুইটার, ইউ টিউব সহ বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট থেকে নিষিদ্ধ করা হল ডোনাল্ড ট্রাম্প। টুইটার, ফেসবুকে ট্রাম্পের বিরুদ্ধে ইউএস ক্যাপিটোলে ভাঙচুরে মদত, হিংসা-বিদ্বেষ ছড়ানোর অভিযোগও উঠেছিল।

Donald Trump (Photo Credits: Getty Images)

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ভুয়ো খবর, তথ্য তুলে ধরার জন্য ফেসবুক, টুইটার, ইউ টিউব সহ বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট থেকে নিষিদ্ধ করা হল ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। টুইটার, ফেসবুকে ট্রাম্পের বিরুদ্ধে ইউএস ক্যাপিটোলে ভাঙচুরে মদত, হিংসা-বিদ্বেষ ছড়ানোর অভিযোগও উঠেছিল। প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের কাছ হারের পর প্রচারমাধ্যমের আলো থেকে দূরে চলে যাওয়া ট্রাম্প এবার নিজের কথা জানাতে আনতে চলেছেন নিজস্ব সোশ্যাল মিডিয়া।

সোমবার (২১ ফেব্রুয়ারি) থেকে অ্যাপেল অ্যাপ স্টোরে মিলবে ট্রাম্পের 'ট্রুথ সোশ্যাল অ্যাপ' (Truth Social App)। তবে আপাতত সেটা টেস্ট ভার্সনেই মিলবে।

দেখুন টুইটার