COVID 19 In China: চিনে ফের হু হু করে বাড়ছে করোনা, লকডাউনের ভয়ে কাঁটা মানুষ, দেখুন বাজারের অবস্থা
চিনে (China) ফের হু হু করে বাড়তে শুরু করেছে করোনা (Corona) । জিরো কোভিড পলিসি নেওয়া সত্ত্বেও চিনের বিভিন্ন প্রদেশে করোনার প্রভাব বাড়তে শুরু করেছে। ফলে চিনের বেশ কয়েকটি প্রদেশে ফের লকডাউন শুরু হয়েছে। চিনের অন্যতম বড় শহর সাংহাইতেও কোভিডের (COVID 19) প্রভাব স্পষ্ট। করোনা যেভাবে বাড়ছে, তাতে যে কোনও মুহূর্তে সাংহাইতে লকডাউন ঘোষণা হতে পারে, সেই ভয়ে ফাঁকা বাজার। সাংহাইয়ের সুপার মার্কেটে ফাঁকা হয়ে গেল মুহূর্তে। লকডাউনের ভয়ে সেখানে মানুষ আগে থেকেই ঘর ভর্তি করে বাজার করতে শুরু করেছেন। দেখুন সেই ভিডিয়ো...