Canada: খালিস্তানি বাড়বাড়ন্তের মাঝেই ভারতীয় পড়ুয়ার রক্ত ঝরল কানাডায়, ক্যাম্পাসের ভিতরেই খুন গুরাসিস

Gurasis Singh (Photo Credit: X)

কানাডায় (Canada) খুন করা হল ভারতীয় বংশোদ্ভুত (Indian Origin) পড়ুয়াকে। গুরাসিস সিং নামে ওই ভারতীয় বংশোদ্ভুদ পড়ুয়া ওন্টারিওর ল্যাম্বটন কলেজে পড়াশোনা করছিলেন। বিসনেস নিয়ে ল্যাম্বটন কলেজে পড়চিলেন গুরাসিস। ল্যাম্বটন কলেজ ক্যাম্পাসের ভিতরেই গুরাসিস সিং নামে ওই ভারতীয় বংশোদ্ভুদকে খুন করা হয়। গুরাসিসকে খুনের  অভিযোগে ক্রসলে হান্টার নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে। বছর ৩৬-এর ক্রসলে কী কারণে গুরাসিসকে  খুন করে, সে বিষয়ে কিছু জানা যায়নি। পাশাপাশি এই খুনের পিছনে খালিস্তানিদের হাত রয়েছে কি না, সে বিষয়েও খোঁজ শুরু করেছে পুলিশ। ল্যাম্বটন কলেজের তরফে গুরাসিসের পরিবারের সঙ্গে যোগাযোগ করে, তাঁর শেষকৃত্য এবং অন্ত্যেষ্টি সম্পন্ন করার কাজ করছে বলে খবর।

কী কারণে গুরাসিস সিংকে হত্যা করা হয়, সে বিষয়ে পুলিশ খোঁজ শুরু করেছে...

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now