Congo Floods: প্রবল বৃষ্টির জেরে বন্যায় ভাসল কঙ্গোর রাজধানী, মৃত কমপক্ষে ১৬৯
রাষ্ট্রসংঘের তরফে বন্যাদুর্গত এলাকায় ত্রাণসামগ্রী দান করা হচ্ছে। কিনশাসা শহরের পার্শ্ববর্তী মন্ট-নাগাফুলা ও নাগালিয়েমা জেলায় পরিস্থিতি খুব খারাপ হওয়ার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
কিনশাসা: প্রবল বৃষ্টির (heavy rain) জেরে বন্যার (flood) জলে ভাসছে কঙ্গোর রাজধানী কিনশাসা (Congo's Capital Kinshasa)। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে এখনও পর্যন্ত সেখানে কমপক্ষে ১৬৯ জনের মৃত্যু (death) হয়েছে বলে জানা গেছে। গৃহহারা হয়েছেন আরও বহু মানুষ।
রাষ্ট্রসংঘের (UN) তরফে বন্যাদুর্গত এলাকায় ত্রাণসামগ্রী দান করা হচ্ছে। কিনশাসা শহরের পার্শ্ববর্তী মন্ট-নাগাফুলা (Mont-Ngafula) ও নাগালিয়েমা (Ngaliema) জেলায় পরিস্থিতি খুব খারাপ হওয়ার কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)