GROSS WARNING: পিজ্জার সঙ্গে বেকড আরশোলা, সিডনিতে ডমিনোজ আউটলেটে তালা ঝোলাল কাউন্সিল

পিজ্জার সঙ্গেই বেকড হয়েছে আরশোলা। বাড়িতে গিয়ে প্যাকেট খুলে এই দেখে বেজায় চটেছেন খরিদ্দার । সংশ্লিষ্ট ডমিনোজ পিজ্জা আউটলেটের (Domino's Pizza outlet )বিরুদ্ধে কাউন্সিলে অভিযোগ জানানো হয়েছে।

পিজ্জার সঙ্গেই বেকড হয়েছে আরশোলা। বাড়িতে গিয়ে প্যাকেট খুলে এই দেখে বেজায় চটেছেন খরিদ্দার । সংশ্লিষ্ট ডমিনোজ পিজ্জা আউটলেটের (Domino's Pizza outlet )বিরুদ্ধে কাউন্সিলে  অভিযোগ জানানো হয়েছে। অভিযোগ পেয়েই ওই আউটলেট পরিদর্শনে আসে কাউন্সিল। অভিযোগ যে সত্য তাতে কোনও সন্দেহ নেই। কারণ পিজ্জা তৈরির জন্য যে রান্নাঘর রয়েছে তাতে নোংরা ভর্তি। এদিক  ওদিক আরশোলার উপদ্রবও কাউন্সিলের সদস্যদের চোখে পড়েছে। তারপরেই ডমিনোজ পিজ্জার ওই আউটলেট বন্ধ করে দেওয়া হয়েছে।

দেখুন পড়ুন

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)