Kathmandu Airport: নেপালে দিল্লিগামী বিমানে বোমাতঙ্ক, বিমান তন্নতন্ন করে খুঁজে মিলল না কিছুই
আজ, মঙ্গলবার বিকাল সাড়ে ৪টা নাগাদ ভিস্তারা-র একটি বিমান নয়া দিল্লি থেকে কাঠমন্ডু উড়ে আসে।
আজ, মঙ্গলবার বিকাল সাড়ে ৪টা নাগাদ ভিস্তারা-র একটি বিমান নয়া দিল্লি থেকে কাঠমন্ডু উড়ে আসে। বিমানটির ভিতর বোমা রাখা আছে বলে ফোন পান নেপালের কাঠমন্ডু বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা। ভিস্তার বিমানটির ভিতর ঢুকে বিস্ফোরক খুঁজতে থাকে নেপাল সেনার বোম্ব নিষ্ক্রীয় বাহিনী (Bomb Disposal Squad)। কিন্তু তন্নতন্ন করেও বিমানটির ভিতর সন্দেহজনক কোনও কিছুই মেলেনি। বোমা থাকার ফোনটি ভুয়ো বলে জানিয়েছে নেপাল। এরপর বিমানটিকে যাত্রীসহ দিল্লিতে ফেরত আসার অনুমতি দেওয়া হয়েছে।
বেশ কয়েকদিন ধরেই ভারতীয় বিমানবন্দরে বারবার ভুয়ো ফোন আসছে। বেশীরভাগ ভুয়ো ফোনেই বিমানবন্দরে বা বিমানে বোম রাখার ভুয়ো সাবধানতা আসছে।
দেখুন খবরটি
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)