West Bengal Assembly By Election: মতুয়া গড়ে বিজেপির বিপর্যয়, বাগদায় জয় বাংলা বিধানসভার ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রার্থী মধুপর্ণার

বিধানসভায় রাজ্যের সর্বকনিষ্ঠ বিধায়ক হতে চলেছেন মতুয়া পরিবারের সদস্য এবং তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণা।

TMC Won Bagda Assembly Seat (Photo Credits: X)

মতুয়া গড়ে বিজেপির বিপর্যয়। ৮ বছর পর বাগদা (Bagda) বিধানসভা আসন পুনর্দখল করল তৃণমূল (TMC)। ৩০ হাজারেরও বেশি ভোটে বাগদা আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুপর্ণা ঠাকুর (Madhuparna Thakur)। বিধানসভায় রাজ্যের সর্বকনিষ্ঠ বিধায়ক হতে চলেছেন মতুয়া পরিবারের সদস্য এবং তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণা। তাঁর বয়স মাত্র ২৫ বছর। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছিল মতুয়া সম্প্রদায়ের নেতা বিনয়কুমার বিশ্বাসকে। বামেদের তরফে প্রার্থী দিয়েছে ফরোয়ার্ড ব্লক। দাঁড়িয়েছেন গৌরবাদিত্য বিশ্বাস।

আরও পড়ুনঃ লোকসভায় হারলেও বিধানসভায় জয় ছিনিয়ে নিলেন কৃষ্ণ কল্যাণী, তৃণমূলের দখলে রায়গঞ্জ

৮ বছর পর তৃণমূলের দখলে বাগদা বিধানসভা আসন...