Delhi Election Results: দিল্লির নির্বাচনের প্রভাব বাংলাতে পড়বে না, বাংলায় তৃণমূলই সরকার গড়বে, আশাবাদী কুণাল ঘোষ
দিল্লিও আর থাকল না বিরোধীদের দখলে। মহারাষ্ট্র, হরিয়ানার পর এবার দেশের হৃদয় দখল করল বিজেপি।
দিল্লিও আর থাকল না বিরোধীদের দখলে। মহারাষ্ট্র, হরিয়ানার পর এবার দেশের হৃদয় দখল করল বিজেপি। এরপরেই ২৬-এ বাংলায় বিধানসভা নির্বাচন জয়ের স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন সুকান্ত-শুভেন্দুরা। যজিও এই স্বপ্ন বাস্তব হবে না, এমনটাই মত তৃণমূল নেতৃত্বে। শনিবার তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, "দিল্লিতে যা হয়েছে তার কোনও প্রভাব বাংলায় পড়বে না। কে জিতল, কে হারল, কাদের মধ্যে নির্বাচন হয়েছে এবং তার প্রভাবে কী হয়েছে এইসব নিয়ে আমরা কোনও মন্তব্য করতে চাই না। দিল্লি নির্বাচনের কোনও প্রভাব বাংলায় পড়বে না এটা আমরা নিশ্চিত। দেখে নেবেন ২০২৬-এ বিধানসভা নির্বাচনে জিতে চতুর্থবারের জন্য বাংলা জিতবে মমতা বন্দ্যোপাধ্যায়"।
দেখুন কুণালের বক্তব্য
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)