WB Weather Update: দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনে ফের তাপপ্রবাহের সতর্কতা জারি, বাড়বে অস্বস্তিকর গরম- জানাল হাওয়া অফিস
৯ শে এপ্রিল শুক্রবার তাপপ্রবাহ বয়ে যেতে পারে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ও মুর্শিদাবাদ জেলায়। এই সময়ে দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা স্বাভাবিকের ২ থেকে ৪ ডিগ্রি ওপরে উঠতে পারে।
দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনে ফের তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ১৭ ও ১৮ই এপ্রিল দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগণা এবং দুই বর্ধমানে তাপপ্রবাহের সম্ভাবনা। বাকি জেলাগুলিতে থাকবে অস্বস্তিকর গরম।১৯ শে এপ্রিল শুক্রবার তাপপ্রবাহ বয়ে যেতে পারে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ও মুর্শিদাবাদ জেলায়। এই সময়ে দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা স্বাভাবিকের ২ থেকে ৪ ডিগ্রি ওপরে উঠতে পারে।
গতকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)