WB Weather Update: বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপে আগামী সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি, আবহাওয়ার পূর্বাভাসে জানাল হাওয়া অফিস

উত্তর-পশ্চিম ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ অঞ্চলটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আগামী সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি হবে।

WB Weather Update 2007 Photo Credit: X

উত্তর-পশ্চিম ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ অঞ্চলটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আগামী সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি হবে। তবে, বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গে নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করেছে ৷ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া ও হুগলি-সহ কলকাতার একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে । অন্যান্য জেলাগুলিতে হালকা বৃষ্টি হয়েছে । আজ শনিবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে ।

আগামীকাল পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগণায়।উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ হিমালয় সন্নিহিত বিভিন্ন জেলাতেও জারি থাকছে হলুদ সতর্কতা।সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের আগামীকাল পর্যন্ত গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)