Upper Primary Recruitment Case: উচ্চ প্রাথমিকে ১৪ হাজার শূন্যপদে নিয়োগের প্রক্রিয়ায় হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত, খারিজ হল মামলা

Supreme Court (Photo Credits: ANI)

উচ্চ প্রাথমিকে ১৪ হাজার শূন্য পদে নিয়োগের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে (Suprem Court) এ দায়ের করা মামলা খারিজ করে দিলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ। নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপ না করে জানানো হয়েছে,কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নিয়োগ হবে। উল্লেখ্য ১৪ হাজারের বেশি শূন্য পদে নিয়োগের নির্দেশকে সংরক্ষণ নীতির বিরোধী বলে উল্লেখ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন রাজীব ব্রহ্ম-সহ কয়েক জন চাকরিপ্রার্থী । এর ফলে নিয়োগ প্রক্রিয়ায় জট তৈরি হয়। শুক্রবার উচ্চ প্রাথমিকের মামলাটি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চে শুনানির জন্য উঠেছিল। আদালত জানিয়েছে, ১৪ হাজার শূন্যপদে কলকাতা হাই কোর্টের নির্দেশ অনুযায়ী নিয়োগ হবে। নিয়োগপত্র দিতে বাধা নেই। নিয়োগ প্রক্রিয়ায় সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে না। সর্বোচ্চ আদালতের আজকের নির্দেশের ফলে এই জট কাটল বলে মনে করা হচ্ছে। আগেই জানানো হয়েছিল  উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন আগামী ১১ই নভেম্বর থেকে দ্বিতীয় পর্যায়ে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু করবে। ২৭ নভেম্বর পর্যন্ত এই প্রক্রিয়া চলবে।  

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)