IndiGo: শেষ মুহূর্তে বিমান ছাড়তে দেরি, ইন্ডিগো-র বিরুদ্ধে ডিজিসিএ ডিরেক্টরকে চিঠি তৃণমূল সাংসদের

ডিজিসিএ ডিরেক্টর জেনারেল বিক্রম দেব দত্তকে চিঠিতে বিমান সংস্থার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে বলেছেন গোখলে। যার জন্যে সাত দিন সময় দিয়েছেন তিনি।

TMC MP Saket Gokhale, IndiGO (Photo Credits: X, Wikimedia Commons)

শেষ মুহূর্তে এসে বিমান ছাড়তে বিলম্ব। যার ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। সাম্প্রতিক সময়ে ইন্ডিগো (IndiGO) সংস্থার বিরুদ্ধে বিমানের উড়ানে বিলম্বের প্রবণতা ঘিরে সোশ্যাল মিডিয়ায় ভুরিভুরি অভিযোগ তুলছেন যাত্রীরা। জানা যাচ্ছে, সময় মতো সংস্থার ক্রু সদস্যরা উপস্থিত হতে না পারার কারণে শেষ মুহূর্তে এসে বিমান যাত্রায় বিলম্ব হচ্ছে। এই প্রসঙ্গে এবার সোচ্চার হয়েছেন তৃণমূল সাংসদ সাকেত গোখলে (TMC MP Saket Gokhale)। দেশের অসামরিক বিমান পরিবহণ নিয়ামক সংস্থা ডিজিসিএ-কে (DGCA) চিঠি লিখেছেন তিনি। ডিজিসিএ ডিরেক্টর জেনারেল বিক্রম দেব দত্তকে চিঠিতে বিমান সংস্থার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে বলেছেন গোখলে (Saket Gokhale)। যার জন্যে সাত দিন সময় দিয়েছেন তিনি।

DGCA-কে চিঠি...