TMC MLA Humayun Kabir: খাস বিধানসভায় ফোন চুরি? খোয়া গেল বিধায়ক হুমায়ুন কবীরের আই ফোন; তদন্তে পুলিশ

বিধায়ক হুমায়ুন কবির জানান- ফোনটি আইফোন ১৩ ছিল। অধিবেশন শুরুর আগে তিনি বসেছিলেন লবিতে। পাশে ছিলেন মুর্শিদাবাদের আরেক বিধায়ক জাকির হোসেন। অধিবেশনের বেল পড়লে উঠে চলে যান বিধায়ক। পরে বুঝতে পারেন ফোন ফেলে এসেছেন।

Humayun Kabir (Photo Credits: IANS)

সোমবার (১০ ফেব্রুয়ারি, ২০২৫) থেকে শুরু হয়েছে বিধানসভার বাজেট অধিবেশন।  বুধবার বিধানসভায় হবে বাংলার বাজেট পেশ। তারই মধ্যে বিধানসভায় ফোন খোয়ালেন বিধায়ক হুমায়ুন কবীর। মঙ্গলবার সকালে এই ঘটনায় রীতিমতো হইচই পরে যায় বিধানসভা চত্বরে। ইতিমধ্যে বিধানসভার মার্শাল ও য় অভিযোগ দায়ের করেছেন বিধায়ক। পুলিশ তদন্ত শুরু করেছে। বিধায়ক হুমায়ুন কবির জানান- ফোনটি আইফোন ১৩ ছিল। অধিবেশন শুরুর আগে তিনি বসেছিলেন লবিতে। পাশে ছিলেন মুর্শিদাবাদের আরেক বিধায়ক জাকির হোসেন। অধিবেশনের বেল পড়লে উঠে চলে যান বিধায়ক। পরে বুঝতে পারেন ফোন ফেলে এসেছেন। পাঁচ মিনিট পর গিয়ে দেখেন ফোন নেই। ফোন করলে ‘সুইচ অফ’ বলছে। যেখানে বসেছিলেন, সেখানে সিসিটিভি খুব স্পষ্ট নয়। ইতিমধ্যেই সিসিটিভি দেখা হচ্ছে।

বাজেট অধিবেশনে যোগ দিতে বিধানসভায় যান হুমায়ুন#TMCMLA #WestBengal https://t.co/mggcBCWqGw

 বিধানসভায় ফোন খোয়ার দাবি করছিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। পরে অবশ্য সেই ফোন উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, পার্ক স্ট্রিট থানার পুলিশ সেই ফোন উদ্ধার করে এমএলএ হস্টেলে বিধায়কের ঘর থেকেই।

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now