Three AC Local Trains In Sealdah Division: পুজোর আগে সুখবর, শিয়ালদহ ডিভিশনে চালু হতে চলেছে তিনটি নতুন এসি লোকাল ট্রেন

Three AC Local Train (Photo Credit: X@Nabarun204)

উৎসবের আবহে লোকাল ট্রেনের যাত্রীদের মুখে হাসি ফোটাতে শিয়ালদা ডিভিশনে চালু হতে চলেছে তিনটি নতুন এসি লোকাল ট্রেন। পাশাপাশি ব্যস্ত সময়ে যাত্রী চাপ সামলাতে নতুন ইএমইউ পরিষেবাও যুক্ত হচ্ছে । নতুন যে তিনটি নতুন এসি লোকাল ট্রেন চালু হতে চলেছে তাঁর প্রথমটি শিয়ালদা–বনগাঁ–রানাঘাট রুটে চালু হবে। সেটি রানাঘাট থেকে ছাড়বে সকাল ৭টা ১১-তে এবং দ্বিতীয় ট্রেনটি বনগাঁ থেকে ছাড়বে ৭টা ৫২-তে, শিয়ালদা পৌঁছবে ৯টা ৩৭-এ। সন্ধ্যায় শিয়ালদা থেকে ছাড়বে ৬টা ১৪-এ, বনগাঁ পৌঁছবে ৮টা ০৪-ই, রানাঘাট পৌঁছবে ৮টা ৪১-এ। তৃতীয় ট্রেনটি শিয়ালদা থেকে ছাড়বে ৯টা ৪৮-এ, কৃষ্ণনগর পৌঁছবে ১২টা ০৭-এ। কৃষ্ণনগর থেকে ছাড়বে ১টা ৩০, শিয়ালদা পৌঁছবে ৩:৪০।

পুজোর আগেই তিনটি নতুন এসি লোকাল ট্রেন শিয়ালদহ ডিভিশনে-

এই নতুন এসি লোকাল পরিষেবার ফলে বিশেষ উপকৃত হবেন মায়াপুর-ইসকন মন্দিরগামী তীর্থযাত্রী এবং কল্যাণী এইমস হাসপাতালে যাতায়াতকারী রোগী ও তাঁদের পরিবার। কিছু দিন আগেই শিয়ালদা-রানাঘাট শাখায় চালু হয়েছে সম্পূর্ণ এসি লোকাল ট্রেন। আর অল্প কিছুদিনের মধ্যেই আরও স্বস্তি মিলতে চলেছে শহরতলির যাত্রীদের জন্য।

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement