Sealdah-Ranaghat AC EMU Train: স্বাধীনতা দিবসের আগেই চালু শিয়ালদহ-রাণাঘাট এসি ট্রেন, কোন স্টেশনে পাবেন এই ট্রেন জানুন এক ক্লিকে
উন্নততর যাত্রী পরিষেবা দিতে শিয়ালদা ও রানাঘাটের মধ্যে AC EMU ট্রেন পরিষেবা বাণিজ্যিকভাবে আগামী ১৫ আগস্টের আগেই শুরু হতে চলেছে। পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের তরফে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। মুম্বাই চেন্নাই এর পর পূর্ব ভারতে এই প্রথম AC EMU ট্রেন পরিষেবা চালু হতে চলেছে। এজন্য, অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন দুটি রেক ইতিমধ্যে শিয়ালদা ডিভিশনের হাতে এসে পৌঁছেছে বলে ডিভিশনের এক মুখপাত্র জানিয়েছেন। ট্রেনটি সকাল ৮ টা ২৯ মিনিটে ছেড়ে সকাল ১০ টা ১০ মিনিটে শিয়ালদায় পৌঁছাবে। এবং সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটে শিয়ালদা থেকে ছেড়ে রাত ৮ টা ৩২ মিনিটে রানাঘাটে পৌঁছাবে। যাতায়াতের পথে ট্রেনটি চাকদহ, কল্যানী, কাঁচরাপাড়া, নৈহাটি, ব্যারাকপুর, খড়দহ, সোদপুর, দমদম এবং বিধান নগর স্টেশনে থামবে বলে রেল সূত্রের খবর। দৈনিক টিকিটের পাশাপাশি মাসিক, পাক্ষিক, সাপ্তাহিক, টিকিটের ব্যবস্থা থাকছে বলে ওই মুখপাত্র জানান।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)