Sandeshkhali Grievence Mail Id: সন্দেশখালি তদন্তের দায়িত্ব নিয়েই মাঠে সিবিআই, নির্ভয়ে অভিযোগ জানাতে প্রকাশ মেইল আইডি-র (দেখুন টুইট)

বুধবার সন্দেশখালির ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ। রাজ্যকে সব রকম সাহায্য করার নির্দেশের পাশাপাশি সেখানকার মানুষ যাতে অভিযোগ সিবিআইকে সরাসরি জানাতে পারে তার জন্য আলাদা পোর্টাল ও মেল আইডি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি।

Photo Credits: IANS

রাজ্য-রাজনীতি তোলপাড় করে দেওয়া সন্দেশখালি-কাণ্ডে বুধবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ। রাজ্যকে সব রকম সাহায্য করার নির্দেশের পাশাপাশি সেখানকার মানুষ যাতে অভিযোগ সিবিআইকে সরাসরি জানাতে পারে তার জন্য আলাদা পোর্টাল ও মেল আইডি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি।নির্দেশ পাওয়ার পরে বুধবার কাজ শুরু করে দেয় সিবিআই। আর বৃহস্পতিবারেই সেই মেইল আইডি প্রকাশ করল সিবিআই। মেইল আইডি টি হল, sandeshkhali@cbi.gov.in। সিবিআই উল্লেখ করেছে, মূলত জমি দখল সংক্রান্ত অভিযোগ ও মহিলাদের ওপর নির্যাতনের অভিযোগ জানানো যাবে ওই আইডি-তে।

বিচারপতি সেনগুপ্তের বেঞ্চ  উত্তর ২৪ পরগনার জেলাশাসককে নির্দেশ দিয়ে বলেছে ওই মেইল আইডি সাধারণ মানুষের মধ্য়ে প্রচার করতে। পাশাপাশি, স্থানীয় সংবাদমাধ্যমে এই আইডি-র বিষয়ে প্রচার করার নির্দেশও দিয়েছে আদালত।

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now