Sanjay Roy at Sealdah Court: 'আমি কিছু করিনি', প্রিজন ভ্যান থেকে তারস্বরে চিৎকার সঞ্জয়ের, দেখুন শিয়ালদহ আদালত চত্বরের ভিডিয়ো

সোমবার দুপুরের আগে থেকেই শিয়ালদহ আদালত চত্বরে ভিড় জমতে শুরু করে। হাজির হন সাংবাদিকেরাও। চার্জ গঠন প্রক্রিয়া শেষে সঞ্জয়কে প্রিজন ভ্যানে তোলার সময় থেকে নিজেকে নির্দোষ বলে দাবি করেন ধৃত সঞ্জয়।

Sanjay Roy at Sealdah Court (Photo Credits: ANI)

সোমবার শিয়ালদহ আদালতে আরজি কর-কাণ্ডে (RG Kar Case) ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের (Sanjay Roy) বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। এদিন আদালত থেকে বের করে পুলিশের প্রিজন ভ্যানে তোলার সময়ে সঞ্জয় চিৎকার করে বলে ওঠেন, 'আমি কিছু করিনি, আমায় ফাঁসানো হয়েছে'। সোমবার দুপুরের আগে থেকেই শিয়ালদহ আদালত চত্বরে ভিড় জমতে শুরু করে। হাজির হন সাংবাদিকেরাও। চার্জ গঠন প্রক্রিয়া শেষে সঞ্জয়কে প্রিজন ভ্যানে তোলার সময় থেকে নিজেকে নির্দোষ বলে দাবি করেন ধৃত সঞ্জয়। গলা ফাটিয়ে চিৎকার করে বলেন, 'আমাকে ভয় দেখানো হয়েছে। আমি বিচারককে বলছি, আমি কিছু করিনি। আমাকে উপর থেকে নীচে নামিয়ে দিল। এটা কি কোন ন্যায়? এটা কি ভারত সংবিধানের ন্যায়?' উল্লেখ্য, আদালতের তরফে এদিন জানানো হয়েছে, আগামী ১১ নভেরম্বর থেকে এই মামলার শুনানি হবে। শুনানি চলবে প্রত্যেক দিন।

আরও পড়ুনঃ 'আমি নির্দোষ, আমায় ফাঁসানো হয়েছে', আরজি কর-কাণ্ডের চার্জ গঠন হতেই বিস্ফোরক ধৃত সঞ্জয়

'আমি কিছু করিনি', চিৎকার সঞ্জয়ের... 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)