Lok Sabha Elections 2024: 'দেশকে বাঁচাতে হলে তৃণমূলকে ভোট দিন', উত্তরবঙ্গ থেকে মমতার হুঙ্কার

জাতীয় স্তরে 'ইন্ডিয়া' জোটের সঙ্গে সরকার গড়ার সমঝোতা করলেও বাংলার কোন আসন নিয়ে আপোষ করতে রাজি নন তৃণমূল সুপ্রিমো।

Mamata Banerjee (Photo Credits: ANI)

ভোটের মুখে শিলিগুড়িতে প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রীর হুঙ্কার, 'যদি দেশকে বাঁচাতে চান তাহলে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন'। ১৯ এপ্রিল উত্তরবঙ্গ (আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার) থেকে শুরু হচ্ছে রাজ্যে প্রথম দফার ভোট। শেষ মুহূর্তের ভোটের প্রচারে বারেবারে উত্তরবঙ্গে ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার শিলিগুড়ি জনসভা থেকে তৃণমূল প্রার্থী গোপাল লামার হাত তুলে ধরে জোর গলায় মুখ্যমন্ত্রী বললেন, 'বিজেপি বাংলায় (ক্ষমতায়) আসবে না। তাঁরা জিতবে না। তাঁরা এনআরসি, ইউসিসি করে আপনাদের সমস্ত অধিকার কেড়ে নেবে'। জাতীয় স্তরে 'ইন্ডিয়া' জোটের সঙ্গে সরকার গড়ার সমঝোতা করলেও বাংলার কোন আসন নিয়ে আপোষ করতে রাজি নন তৃণমূল সুপ্রিমো।

আরও পড়ুনঃ শিলিগুড়িতে মমতার সভা, মঞ্চ থেকে ‘ধিতাং ধিতাং বোলে’র তালে নাচ মুখ্যমন্ত্রীর

দেখুন...