Mamata Banerjee on CAA: সিএএ-র বিরোধিতায় সোচ্চার মমতা, বিজ্ঞপ্তির সময় নিয়ে প্রশ্ন দিদির
সংসদে পাশ হওয়ার চার বছর পর লোকসভা ভোটের মুখে সিএএ চালু করল কেন্দ্র সরকার। সিএএ নিয়ে বিজ্ঞপ্তি জারি হতেই দেশের রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে।
সংসদে পাশ হওয়ার চার বছর পর লোকসভা ভোটের মুখে সিএএ (CAA) চালু করল কেন্দ্র সরকার। সিএএ নিয়ে বিজ্ঞপ্তি জারি হতেই দেশের রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। শুরু থেকেই সিএএ-র কট্টর বিরোধিতা করা আসা তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) এদিন সোচ্চার হলেন।
মমতা বললেন, "ভোটের মুখে এখন কেন? যদি এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করতেই হত, তাহলে ৬ মাস আগে কেন করা হল না। দেশের কাছে যেটা খারাপ তার আমরা সব সময় বিরোধিতা করি। তৃণমূল সিএএ-র বিরুদ্ধে তুমুল বিরোধিতা করবে, এবং সোচ্চার হবে। জানি না কেন রামজানের ঠিক আগের দিন এই দিনটাকে এর জন্য বেছে নেওয়া হল। আমি সবার কাছে অনুরোধ করব সবাই শান্ত থাকুন এবং কোনওরকম গুজবে কান দেবেন না।
দেখুন খবরটি
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)