Lok Sabha Election 2024: পশ্চিমবঙ্গের ৯টি আসনে সকাল ১১টা পর্যন্ত ভোটদানের হার কত? ভোটদানে এগিয়ে বসিরহাট
শনিবার সপ্তম দফায় ৫৭ আসনে ভোটগ্রহণ পর্বের মাধ্যমে শেষ হতে চলেছে অষ্টাদশ লোকসভা নির্বাচন। আজ পশ্চিমবঙ্গের ৪২টির মধ্যে ন’টি লোকসভা আসন— বারাসত, দমদম, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ এবং কলকাতা উত্তর রয়েছে এই তালিকায়।নির্বাচন কমিশন সূত্রে খবর, সকাল ১১টা পর্যন্ত বাংলার নয় আসনে গড় ভোটদানের হার ২৮.১ শতাংশ। ভোটদানের হারে এখনও এগিয়ে বসিরহাটই (৩২.৫৭ শতাংশ)। তারপরই দ্বিতীয় স্থানে রয়েছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র (৩১.৫১ শতাংশ)। এছাড়াও মথুরাপুরে ৩০.৫ শতাংশ, জয়নগরে ৩০.২৫ শতাংশ, বারাসতে ২৭.৮৬ শতাংশ, যাদবপুরে ২৬.৫৯ শতাংশ এবং দমদমে ২৪.৮৩ শতাংশ ভোট পড়েছে। সকাল ১১টা পর্যন্ত সমান সমান রয়েছে কলকাতা উত্তর এবং দক্ষিণ ভোটদানের হারে । দুই কেন্দ্রেই ভোট পড়েছে ২৪.০২ শতাংশ করে।
Tags
2024 ভারত নির্বাচন
২০২৪ লোকসভা নির্বাচন
২০২৪ সালের লোকসভা নির্বাচন
7th Phase Loksabha Election
Lok Sabha Election 2024
LOK SABHA ELECTIONS 2024
Loksabha election 2024
Parliament Election
Parliament Election 2024
Parliamentary Election 2024
Phase 7 Polling
Seventh Phase Election
Seventh phase of Lok Sabha Elections 2024
ভারত নির্বাচন
লোকসভা কেন্দ্র
লোকসভা নির্বাচনের সপ্তম দফা
সপ্তম দফার লোকসভা ভোট