Panchayat Elections 2023: পঞ্চায়েত ভোটে যে সাত জেলায় থাকছে কেন্দ্রীয় বাহিনী, জানুন তালিকা

রাজ্যের সব জায়গায় নয়, সাতটি জেলাকে স্পর্শকাতর ঘোষণা করে সেখানে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত নির্বাচন করাতে বলল কলকাতা হাইকোর্ট

Central Force. (Photo: PTI)

রাজ্যের সব জায়গায় নয়, সাতটি জেলাকে স্পর্শকাতর ঘোষণা করে সেখানে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত নির্বাচন করাতে বলল কলকাতা হাইকোর্ট। স্পর্শকাতর সাতটি জেলার তালিকায় আছে উত্তপ্ত মুর্শিদাবাদ, অনুব্রত মণ্ডলের বীরভূম, শুভেন্দু অধিকারীর পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগণা। উত্তরবঙ্গে শুধুমাত্র জলপাইগুড়িতে থাকছে পঞ্চায়েত ভোটে থাকছে কেন্দ্রীয় বাহিনী।

তবে স্পর্শকাতর জেলাগুলিতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করার নির্দেশ দিলেও কলকাতা হাইকোর্ট মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা নিয়ে রাজ্যে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না আদালত।

পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের যে সাতটি জেলায় কেন্দ্রীয় বাহিনী নিয়োগের কথা বলল আদালত:

১) উত্তর ২৪ পরগণা, ২) দক্ষিণ ২৪ পরগণা, ৩) বীরভূম, ৪) মুর্শিদাবাদ, ৫) পূর্ব মেদিনীপুর, ৬) হুগলি, ৭) জলপাইগুড়ি।

কেন্দ্রীয় বাহিনী থাকছে না যেখানে-

পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম (জঙ্গলমহল), দুই বর্ধমান, আসানাসোল-দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, মালদা, জলপাইগুড়ি ছাড়া উত্তরবঙ্গ।

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)