Kolkata Metro Video: ভিড় ঠেলে মানুষের গায়ে মানুষ পড়ছে, দরজা বন্ধ হচ্ছে না, কলকাতা মেট্রোর কী অবস্থা অফিস টাইমে, ভিডিয়ো করে ক্ষোভ প্রকাশ তরুণীর
সল্টলেকে (Saltlake Metro) মেট্রো পরিষেবা শুরু হয়েছে ঠিকই কিন্তু উন্নতি হয়নি। তাইতো দিনের পর দিন ধরে, মেট্রোয় (Kolkata Metro) ভিড় বেড়ে যাচ্ছে ক্রমাগত। তাইতো এবার রেগে গেলেন এক তরুণী। অফিস টাইমে মেট্রোর পরিস্থিতি যে কী হয়, তা নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। অফিস টাইমে মেট্রোয় উঠতে গিয়ে সাধারণ মানুষকে যে কী ধরনের দুর্দশার মধ্যে পড়তে হচ্ছে প্রতিদিন, তা তুলে ধরলেন এক তরুণী।
'দ্য বাসু' নামে একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয়। যেখানে ওই তরুণীকে বলতে শোনা যায়, মেট্রো বাড়ানো হচ্ছে, সল্টলেকে মেট্রো চলছে, সব ঠিক আছে কিন্তু এ কী অবস্থা। যাঁরা প্রতিদিনি মেট্রোয় চড়ে যাতায়াত করেন, তাঁদের যে কীভাবে নাজেহাল হতে হয়, তার ছবি তুলে ধরেন ওই তরুণী।
তিনি আরও বলেন, মেট্রো বাড়ানো হচ্ছে একাধারে অন্যদিকে, পরিষেবা বেহাল দশা নিয়ে কেউ ভাবছে না। তাই অফিসে যাওয়ার সময় প্রতিদিন তাঁদের মত যাত্রীদের ভুগতে হচ্ছে।
দেখুন মেট্রোর ভিড়, দেরি নিয়ে কীভাবে ক্ষোভ উগরে দেন ওই তরুণী...
View this post on Instagram
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)