Jalpaiguri Strom: জলপাইগুড়িতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব, লণ্ডভণ্ড এলাকায় মৃত্যু ২ জনের
প্রবল ঘূর্ণিঝড়ে খড়কুটোর মত উড়ে গিয়েছে ঘরবাড়ি, গাছপালা, টোটো, বাইক। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ময়নাগুড়ির বিস্তীর্ণ এলাকা।
ভ্যাপসা গরমে যখন কালঘাম ছুটছে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের, তখন উত্তরবঙ্গের জলপাইগুড়িতে (Jalpaiguri) তাণ্ডব চালাল কালবৈশাখীর ঝড়। কিছুক্ষণের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল গোটা এলাকা। ঝড়ের তাণ্ডবে এখনও অবধি ২ জনের মৃত্যুর খবর জানা যাচ্ছে। আহতের সংখ্যা ৫০ ছাড়িয়েছে। ঝড়ের পাশাপাশি চলে বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টি। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রবল ঘূর্ণিঝড়ে খড়কুটোর মত উড়ে গিয়েছে ঘরবাড়ি, গাছপালা, টোটো, বাইক। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ময়নাগুড়ির (Maynaguri) বিস্তীর্ণ এলাকা। ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জেলা আধিকারিক, পুলিশ, প্রশাসনকে তিনি ক্ষতিগ্রস্তদের উদ্ধার করে শরনার্থী শিরিবে রাখার এবং তাঁদের জন্যে দ্রুত ত্রাণের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন।
মমতার টুইট...