Harichand Thakur Birthday: হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী সহ রাজ্যের বিরোধী দলনেতা

এ বছর মধু কৃষ্ণা ত্রয়োদশী তিথি পড়েছে আজ ৪ঠা চৈত্র, ১৪২৯ সন( ইংরেজিতে ১৯ মার্চ ২০২৩)। সেই উপলক্ষ্যে রবিবার সকালে নিজের ফেসবুকেমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী দলনেতা শ্রদ্ধা জানান শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরকে

Harichaad Thakur Birthday Photo Credit: Facebook@Mamata Banerjee

মধু কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের (Harichand Thakur) জন্মদিন পালন করা হয়৷ এ বছর মধু কৃষ্ণা ত্রয়োদশী তিথি পড়েছে আজ ৪ঠা চৈত্র, ১৪২৯ সন( ইংরেজিতে ১৯ মার্চ ২০২৩)। সেই উপলক্ষ্যে রবিবার সকালে নিজের ফেসবুকেমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)শ্রদ্ধা জানান শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরকে। তিনি লেখেন-

জয় হরিচাঁদ জয় হরিবোল জয় গুরুচাঁদ

শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিবস উপলক্ষ্যে পশ্চিমবঙ্গ তথা সমগ্র বিশ্বের সাধু, গোসাই, পাগল, দলপতি, মতুয়াভক্তবৃন্দ নির্বিশেষে সকলকে জানাই সশ্রদ্ধ প্রণাম, শুভেচ্ছা ও ভালোবাসা।

শুধু মুখ্যমন্ত্রী নন,  বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এই বিশেষ দিনের প্রাক্কালে তার প্রণাম জানিয়েছেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরকে।তিনি লেখেন- ॥ জয় হরিবোল ॥

পূর্ণব্রহ্ম পূর্ণাবতার শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ২১২ তম আবির্ভাব তিথিতে ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম নিবেদন করি।