Guwahati-Bikaner Express Derail: ময়নাগুড়িতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, ঘটনাস্থলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব
এদিকে, দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছ ৯। আহত হয়েছেন কমপক্ষে ৩৬ জন। তাঁদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ, ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতাল ও জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা চলছে।
জলপাইগুড়ির ময়নাগুড়ির দোমহনিতে ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Railway Minister Ashwini Vaishnaw)। ট্রলিতে চেপে ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর বলেছেন, "তদন্ত শুরু করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। আমার সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।" গতরাতেই হাওড়া স্টেশনে পৌঁছে যান রেলমন্ত্রী। তার পর বিশেষ ট্রেনে করে ময়নাগুড়ির দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন।
দেখুন ছবি:
Tags
15633 Domohani Express Derail
Guwahati-Bikaner Express
Guwahati-Bikaner Express Derail
Guwahati-Bikaner Express Derail Update
Guwahati-Bikaner Express derailed
Guwahati-Bikaner Express Derailment
JALPAIGURI
Live Breaking News Headlines
Northeast Frontier Railway
Railway Minister Ashwini Vaishnaw
train accident
Train Derailed
West Bengal
উত্তর-পূর্ব সীমান্ত রেল
গুয়াহাটি-বিকানের এক্সপ্রেস
জলপাইগুড়ি
ট্রেন
ট্রেন দুর্ঘটনা
বিকানের এক্সপ্রেস দুর্ঘটনা
ময়নাগুড়ি
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব