Enforcement Directorate: প্রয়াগ চিটফান্ড মামলায় ইডি-র বড় পদক্ষেপ, অভিযুক্ত বাসুদেব বাগচী এবং ছেলে অভীক বাগচী গ্রেফতার
প্রয়াগ গোষ্ঠির চিট ফান্ড তদন্ত করতে গিয়ে ইডি গতকাল ভোর থেকে কলকাতা ও তার আশেপাশে তল্লাশী চালায়।নিউআলিপুরে প্রয়াগ গোষ্ঠির অধিকর্তা বাসুদেব বাগচী ও তার ছেলে অভিক বাগচীর ফ্ল্যাটে তল্লাশী ও জেরা চলে।
প্রয়াগ চীট ফ্যান্ড কেলেঙ্কারির একটি মামলায় ইডি (Enforcement Directorate) আজ প্রয়াগ গোষ্ঠির দুই অধিকর্তা - বাসুদেব বাগচী ও তাঁর ছেলে অভীককে গ্রেফতার করেছে। গতকাল ভোর থেকে রাতভর তল্লাশী চালিয়ে আজ সকালে তাদের ধরা হয়। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে।
প্রয়াগ গোষ্ঠির চিট ফান্ড তদন্ত করতে গিয়ে ইডি গতকাল ভোর থেকে কলকাতা ও তার আশেপাশে তল্লাশী চালায়।নিউআলিপুরে প্রয়াগ গোষ্ঠির অধিকর্তা বাসুদেব বাগচী ও তার ছেলে অভিক বাগচীর ফ্ল্যাটে তল্লাশী ও জেরা চলে। এছাড়া বেহালা, জোকা,পাটুলীতে তল্লাশী চালানো হয়।জোকায় এই সংস্হার একটি রিসর্ট সহ হোটেলেও তল্লাশি চলে।এছাড়া এই সংস্থার বিভিন্ন অফিসে তল্লাশি চালিয়েও ইডি প্রচুর নথি উদ্ধার করেছে।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)