Cyclonic Storm Hamoon:পুজোর শেষে দুর্যোগের আশঙ্কা ! আগামী ৬ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'হামুন'

হাওয়া অফিস বলছে সাগরেই শক্তি বাড়িয়েছে ঘূর্ণিঝড়টি। বাংলার উপকূলে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে। তবে তার অভিমুখ বাংলাদেশের দিকে থাকায় দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা আর নেই।

The Cyclonic Storm Hamoon Photo Credit: Twitter@ANI

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘হামুন’–এর রূপ নিয়েছে। হাওয়া অফিস জানিয়েছে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় শক্তি বাড়িয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে। উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করলেও আগামী ৬ ঘণ্টার মধ্যে এই ঘূর্ণিঝড়  ক্রমশ  উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগিয়ে যাবে।  বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় সুন্দরবন উপকূলে ধেয়ে আসলেও  অতি গভীর নিম্নচাপ রূপে বাংলাদেশেই যাবে এমনটাই মত আবহাওয়াবিদদের। হাওয়া অফিস বলছে সাগরেই শক্তি বাড়িয়েছে ঘূর্ণিঝড়টি। বাংলার উপকূলে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে। তবে তার অভিমুখ বাংলাদেশের দিকে থাকায় দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা আর নেই। তবে  মৎস্যজীবীদের ইতিমধ্যেই সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হামুনের প্রভাবে উপকূলের জেলায় মেঘলা আকাশ, হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ, বুধবার উপকূলের জেলাগুলিতে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া থাকবে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমবে, পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে তারা।