AF Stn Bagdogra: মানবিকতার ছবি! সিকিমে দুর্ঘটনায় জখমদের উদ্ধার করে প্রাণ বাঁচাল বায়ুসেনার 'চিতা'
সিকিমের থাঙ্গুতে দুর্ঘটনায় জখম হয়েছিল কয়েকজন। এমন জায়গায় দুর্ঘটনাটি ঘটেছিল যেখানে না ছিল উন্নত চিকিৎসার ব্যবস্থা বা সড়ক পথের সঠিক যোগাযোগ।
সিকিমের (Sikkim) থাঙ্গুতে (Thangu) দুর্ঘটনায় জখম হয়েছিল কয়েকজন (accident victims)। এমন জায়গায় দুর্ঘটনাটি ঘটেছিল যেখানে না ছিল উন্নত চিকিৎসার ব্যবস্থা (deprived of advanced medical facilities) বা সড়ক পথের সঠিক যোগাযোগ। খবর পেয়ে সেখানে গিয়ে পৌঁছয় বাগডোগরার ভারতীয় বায়ুসেনার স্টেশন (AF Stn Bagdogra) থেকে দুটি চিতা হেলিকপ্টার (Cheetah helicopter)। তড়িঘড়ি জখমদের উদ্ধার করে প্রাণ (lives) বাঁচিয়ে উপযুক্ত জায়গায় নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় বায়ুসেনার ইস্টার্ন এয়ার কমান্ড (Eastern Air Command IAF)। আরও পড়ুন: Park Circus Maidan Drone Show: বুধের সন্ধ্যায় কলকাতার আকাশে রাম-রাবণের ভীষণ যুদ্ধ! শেয়ার করার মতো ভিডিয়ো
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)