Fake Passport Racket: রাজ্যে জাল পাসপোর্ট তৈরির ছক বানচাল করল সিবিআই, গ্রেফতার ১ সরকারি আধিকারিক
শুক্রবার সন্ধ্যা থেকে কলকাতা, গ্যাংটক, শিলিগুড়ি সহ প্রায় ৫০টি জায়গায় তল্লাশি অভিযান চালায় সিবিআই আধিকারিকেরা। পাসপোর্ট সেবা লঘু কেন্দ্রের একজন সিনিয়র সুপারিনটেডেন্ট এবং একজন মধ্যস্থতাকারীকে জাল পাসপোর্ট তৈরির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করেছে সিবিআই।
পশ্চিমবঙ্গে বিছিয়ে থাকা জাল পাসপোর্ট তৈরির চক্র বানচাল করল সিবিআই (CBI)। বঙ্গের পাশাপাশি সিকিমেও (Sikkim) ছড়িয়েছিল জাল পাসপোর্ট তৈরির চক্র। শুক্রবার সন্ধ্যা থেকে কলকাতা, গ্যাংটক, শিলিগুড়ি সহ প্রায় ৫০টি জায়গায় তল্লাশি অভিযান চালায় সিবিআই আধিকারিকেরা। সিবিআই সূত্র খবর, শিলিগুড়ি (Siliguri) থেকে পাসপোর্ট সেবা লঘু কেন্দ্রের (PSLK) একজন সিনিয়র সুপারিনটেডেন্ট এবং একজন মধ্যস্থতাকারীকে জাল পাসপোর্ট তৈরির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।