BSF: পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে বাংলাদেশে মাদক পাচারের চেষ্টা রুখল বিএসএফ
ফের পশ্চিমবঙ্গে থাকা ভারত-বাংলাদেশ সীমান্তে দিয়ে মাদক পাচারের চেষ্টা রুখল উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার সীমান্তরক্ষী বাহিনী।
ফের পশ্চিমবঙ্গে (West Bengal) থাকা ভারত-বাংলাদেশ সীমান্তে (India-Bangladesh International Border) দিয়ে মাদক পাচারের (drugs smuggling) চেষ্টা রুখল উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার (South Bengal Frontier) সীমান্তরক্ষী বাহিনী (BSF)।
রবিবার এই খবর দিয়ে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়, ২৯ তারিখ তিনটি ভিন্ন ঘটনায় আন্তর্জাতিক সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানরা মাদক পাচারের চেষ্টা আটকেছেন। ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় বাজেয়াপ্ত করা হয়েছে ৩৩ কেজি গাঁজা (Ganja) ও ৫০ বোতল ফেনসিডিল (Phensedyl)। আরও পড়ুন: Kolkata: নিছকই একটা রাজনৈতিক ট্যুর, বিরোধীদের মণিপুর সফর নিয়ে এমনটাই দাবি সুকান্ত মজুমদারের