Kolkata Rains: সারাদিন ভ্যাপসা গরমের পর সন্ধ্যায় নামল বৃষ্টি, কালও হবে কি!
সোমবার গোটা দিন একেবারে গরমের তাপে ঝলসে গেল কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। সেই অস্বস্তির গরমের মাঝে অবশেষে সন্ধ্যা নামল বৃষ্টি। যদিও কলকাতার বেশ কিছু জায়গায় এত সামান্য বৃষ্টি হল যে তাতে রাস্তার ধুলোয়ও ভিজল না।
সোমবার গোটা দিন একেবারে গরমের তাপে ঝলসে গেল কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। সেই অস্বস্তির গরমের মাঝে অবশেষে সন্ধ্যা নামল বৃষ্টি। যদিও কলকাতার বেশ কিছু জায়গায় এত সামান্য বৃষ্টি হল যে তাতে রাস্তার ধুলোয়ও ভিজল না। বৃষ্টির চেয়ে ঢের বেশী হল মেঘের গর্জন। তবু তীব্র গরমের মাঝে কিছুটা হলেও স্বস্তি মিলেছে। জেলা থেকেও আসছে বৃষ্টির খবর।
এদিন আবহাওয়া দফতর বিক্ষিপ্তভাবে স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনার কথা জানিয়েছিল। হাওয়া অফিস এমনও বলেছিল, এই ধরনের বৃষ্টিপাত খুব সামান্য সময়ের জন্য হতে পারে। সেটা মিলে গেল। আাগমিকাল, মঙ্গলবার ও বুধবার বৃষ্টির সম্ভাবনা কম। তবে বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে।
কলকাতায় বৃষ্টি
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)