Sandeshkhali: সন্দেশখালিতে সাংবাদিককে ধরল পুলিশ

সন্দেশখালিতে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাংবাদিকদের ধরল পশ্চিমবঙ্গ পুলিশ। ভুয়ো খবর করার অভিযোগে সাংবাদিককে ধরা হয়েছে বলে দাবি। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্য়াটফর্মে সাংবাদিককে ধরে নিয়ে যাওয়ার ভিডিয়ো এখন ভাইরাল।

Victims Of Sandeshkhali (Photo Credit: ANI/Twitter)

সন্দেশখালিতে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাংবাদিকদের ধরল পশ্চিমবঙ্গ পুলিশ। ভুয়ো খবর করার অভিযোগে সাংবাদিককে ধরা হয়েছে বলে দাবি। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্য়াটফর্মে সাংবাদিককে ধরে নিয়ে যাওয়ার ভিডিয়ো এখন ভাইরাল। বিজেপি ঘনিষ্ঠ চ্য়ানেলের সাংবাদিককে রাতের অন্ধকারে টেনে হিঁচড়ে তুলে নিয়ে যাওয়া হয়। বিজেপির অভিযোগ, সন্দেশখালিতে সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করছে মমতার সরকার। তৃণমূল নেতাদের অভিযোগ, সাংবাদিকতা নয়, বিজেপি এজেন্ট হিসেবে কাজ করছেন সেই ব্য়ক্তি। ভোটের মুখে সন্দেশখালি ইস্যু নিয়ে যুযুধান দুই পক্ষ।

সন্দেশখালি (Sandeshkhali) নিয়ে ফের মুখ খুললেন সেখানকার বেশ কয়েকজন মহিলা। ক্যামেরার সামনে হাজির হলেও, সন্দেশখালির মহিলাদের মুখ প্রায় সব সময় ঢাকা থাকছে। এবার ক্যামেরার সামনে হাজির হয়ে সন্দেশখালির এক মহিলা বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আর কী বলব, মুখমন্ত্রী আমাদের খোঁজ নিচ্ছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ও একজন মহিলা, আমরাও মহিলা। যদি মুখ্যমন্ত্রী আমাদের কাছে না আসেন, তাহলে আমাদের পরিস্থিতি কী হতে পারে' বলে আশঙ্কা প্রকাশ করেন ওই মহিলা।

দেখুন খবরটি

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)