Yamaha Motoroid 2: আর চালাতে হবে না এবার নিজেই চলবে বাইক, দেখুন সেলফ বেলেন্সিং মোটরয়েড টু বাইক
দু'চাকার যান প্রস্তুতকারী সংস্থা ইয়ামাহা নিয়ে নিল আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের ওপর ভিত্তি করে তৈরি হওয়া 'মোটরয়েড টু' (Yamaha Motoroid 2)।
সেলফ ড্রাইভিং গাড়ির পর এবার সেলফ ড্রাইভিং মোটোর বাইক। দু'চাকার যান প্রস্তুতকারী সংস্থা ইয়ামাহা নিয়ে নিল আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের ওপর ভিত্তি করে তৈরি হওয়া 'মোটরয়েড টু' (Yamaha Motoroid 2)। যে বাইকটি নিজে নিজেই ম্যাপ দেখে চলতে পারে। টেসলার চারচাকা গাড়ির মতই ইয়ামাহা মোটরয়েড টু-ও কাজ করবে, এমনটাই দাবি ইয়ামাহার। মোটরয়েড টু নিজেই যাত্রা শুরুর পর, নিজেকে নিজেই নিখুঁতভাবে পার্ক করাতে পারে।
দেখুন ভিডিয়ো
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)