Space x may attempt orbital test in march 2023: মার্চেই শুরু স্টারশিপের অরবিটাল টেস্ট, কি বললেন মাস্ক ?

ইলন মাস্ক। বরবারই নতুন কিছু জিনিস নিয়ে তিনি আপামর মানুষের সামনে ধরা দেন।

photo credits (twiter)

ইলন মাস্ক। বরবারই নতুন কিছু জিনিস নিয়ে তিনি আপামর মানুষের সামনে ধরা দেন। যেমনটা এবারও দিলেন। স্পেস এক্স, ইলন মাস্কের এই সংস্থা এবার রকেট পাঠাতে চলেছে পৃথিবীর কক্ষপথে। তার সংস্থার তৈরি স্টারশিপ রকেটকে পরীক্ষামূলকভাবে পৃথিবীর কক্ষপথে পাঠাতে  চান তিনি। আর সেই প্রস্তুতি চলছিল অনেকদিন আগে থেকেই । সম্প্রতি একজনের টুইটের করা প্রশ্নের উত্তরে তিনি জানান, সব ঠিকঠাক থাকলে আগামী মার্চ মাসেই পৃথিবীর কক্ষপথে রওনা দেওয়ার কথা স্টারশিপের।

ইতিমধ্যেই জানুয়ারীতেই স্টারশিপ তাদের অ্যাসট্রোনটদের নিয়ে রিহার্সাল শুরু করেছে। ৩৯৫ ফুট লম্বা স্টারশিপের রকেটের মধ্যে এই ওয়েট রিহার্সলের কাজ সম্পন্ন হয়েছে। আর এই পুরো কাজ করা হয়েছে স্টারশিপের স্টারবেস ক্যাম্পাসে যা ক্যালিফোর্নিয়ায় অবস্থিত।

এছাড়া নাসা এবং স্পেস এক্স ফ্রেবরুয়ারীর ২৬ তারিখে ক্রিউ ৬ মিশনের জন্য প্রস্তুতি শুরু করেছে। যেখানে তারা ৪ জন অ্যাস্ট্রনটকে আগামী ৬ মাসের জন্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পাঠাবে। নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে লঞ্চ হওয়া এই ফ্যালকন ৯ রকেটের মাথায় থাকবে স্পেস এক্সের ড্রাগন ক্যাপসুল এনডেভিয়র।

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now