ChatGPT Competitor 'GigaChat': চ্যাট জিপিটিকে টেক্কা দিতে রাশিয়ার বৃহত্তম ব্যাঙ্ক আনল 'গিগা চ্যাট'

কৃত্রিম মেধার চ্য়াটবট 'চ্যাট জিপিটি'-কে এবার টেক্কা দিতে নামল রাশিয়া। রাশিয়ার বৃহত্তম ব্যাঙ্ক 'সেবের ব্যাঙ্ক'কৃত্রিম মেধা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স চ্যাট বট নিয়ে এল।

কৃত্রিম মেধার চ্য়াটবট 'চ্যাট জিপিটি'(ChatGPT)-কে এবার টেক্কা দিতে নামল রাশিয়া (Russia)। রাশিয়ার বৃহত্তম ব্যাঙ্ক 'সেবের ব্যাঙ্ক'কৃত্রিম মেধা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স চ্যাট বট নিয়ে এল। পুতিনের দেশের দাবি, চ্যাট বট-কে টেক্কা দেবে তাদের 'গিগা চ্যাট' (GigaChat) নামের এই 'চ্য়াট বট'। মাত্র কয়েক মাসের মধ্যেই নেট দুনিয়ায় ঝড় তুলেছে চ্যাট জিপিটি। ছাত্রদের প্রবন্ধ, উত্তরপত্র লেখা থেকে, অফিসের বেশ কয়েকটি লেখালেখির কাজ অনায়াসে করে দিচ্ছে 'চ্য়াট-জিপিটি'।

রাশিয়ার দাবি, চ্যাট জিপিটিতে যেগুলি করা যায় না তেমন বেশ কিছু টাস্ক অনায়াসে করবে 'গিগা চ্য়াট'। ইতিমধ্যেই রাশিয়ায় বেশ কিছু ক্ষেত্রে দক্ষতার সঙ্গহে কাজ করেছে গিগা চ্য়াট। দাবি এমনই। আরও পড়ুন-শাহরুখ থেকে মমতা, বিরাট! ব্লু টিক ফেরাচ্ছে ইলন মাস্কের টুইটার!

দেখুন টুইট

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)