Sam Altman: স্য়াম অল্টম্যানকে ফেরানোর দাবিতে গণ ইস্তফার চিঠি OpenAI কর্মীদের

স্যাম অল্টম্য়ানের পদত্যাগ নিয়ে ওপেন এআই কর্মীদের গণ বিদ্রোহ। বিতাড়িত সিইও স্যাম অল্টম্যানের পাশে দাঁড়ালেন openAI-এর কর্মীরা।

Photo ANI

স্যাম অল্টম্য়ানকে পদত্যাগ করতে বাধ্য করা নিয়ে ওপেনএআই কর্মীদের গণ বিদ্রোহ। বিতাড়িত সিইও স্যাম অল্টম্যানের পাশে দাঁড়ালেন সহ প্রতিষ্ঠাতা লিয়া সাটস্কিভার সহ OpenAI-এর শতাধিক কর্মীরা। অল্টম্যানকে ফেরানোর দাবিতে ওপেনএআইয়ের বোর্ড মেম্বারদের কে চিঠি লিখলেন কর্মীরা। তাঁকে ফের একই পদে ফেরানো না হলে চিঠি লেখা সব কর্মীরা গণ পদত্য়াগ করে অল্টম্য়ানকে নিয়োগ করা মাইক্রোসফ্টে যোগ দেবেন।

প্রসঙ্গত, ওপেন এআই-ছাড়ার ঠিক পরেই স্যাম অল্টম্যানকে নিয়োগ করে মাইক্রোসফটে। ওপেন এআইয়ের সদ্য প্রাক্তন সিইও অল্টম্য়ানকে তাদের অ্যাডভান্সড এআই রিসার্চ টিমের দায়িত্ব দেয় মাইক্রোফট। মার্কিন সংবাদপত্রে প্রকাশ, নতুন 'অ্যাডভান্সড এআই রিসার্চ টিমের' নেতৃত্ব দেওয়ার জন্যে স্যাম অল্টম্যানকে ও গ্রেগ ব্রকম্যানকে নিয়োগ করেছে মাইক্রোসফট।

দেখুন এক্স

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now