Meta Layoff: ২১হাজার ছাঁটাইয়ের পর এবার কর্মীদের বোনাসে হাত মেটার, দুশ্চিন্তায় মেটা কর্মচারীরা
এতদিন মেটা তার কর্মীদের ৮৫ শতাংশ পর্যন্ত বোনাস দিত। কিন্তু বর্তমানে প্রতিষ্ঠানটি তা কমিয়ে ৬৫ শতাংশ করেছে। তাছাড়াও ২০২৩ সালের মার্চের শুরুতে, মেটা ১০০০০ কর্মীকে ছাটাই করেছে।
গোটা বছর জুড়ে মেটা সম্প্রতি প্রায় ২১ হাজার কর্মচারীকে ছাঁটাই করেছে। এই ছাঁটাইয়ের পরেও মেটার কর্মীদের সমস্যায় পড়তে হতে পারে। কারণ এবার মেটা তার কর্মীদের বোনাস কাটতে পারে। কিছু কর্মচারীর বোনাস কমানোর পরিকল্পনা করছে সংস্থাটি। এ জন্য এক বছরে দ্বিতীয়বারের মতো কর্মীদের কর্মক্ষমতা পর্যালোচনা করা হচ্ছে। স্টাফ মেম্বার প্রাপ্ত রেটিং অনুযায়ী বোনাস কেটে নেবে। যে কর্মচারীরা ২০২৩ সালের শেষের পর্যালোচনাতে কম রেটিং পাবেন তাদের বোনাস কমিয়ে দেওয়া হবে।
এতদিন মেটা তার কর্মীদের ৮৫ শতাংশ পর্যন্ত বোনাস দিত। কিন্তু বর্তমানে প্রতিষ্ঠানটি তা কমিয়ে ৬৫ শতাংশ করেছে। তাছাড়াও ২০২৩ সালের মার্চের শুরুতে, মেটা ১০০০০ কর্মীকে ছাটাই করেছে। কোম্পানির সিইও মার্ক জুকারবার্গ একটি ইমেল পাঠিয়ে এ বিষয়ে কর্মীদের জানান। এর আগে কোম্পানিটি ১১ হাজার লোককে চাকরি থেকে বরখাস্ত করেছিল। সব মিলিয়ে ২১ হাজার লোকের চাকরি কেড়ে নিয়েছে প্রতিষ্ঠানটি।