Meta Launch AI Personas: মেটায় কৃত্রিম বুদ্ধিমত্তার আঁচ, AI দ্বারা নিয়ন্ত্রিত হবে ফেসবুস, ইনস্টাগ্রাম

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে এনগেজমেন্ট আরও বাড়াতে সহায়তা করবে কৃত্রিম বুদ্ধিমত্তা, এমনটাই মনে করছেন মেটা আধিকারিকরা।

Meta (Photo Credits: ANI)

বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তার (Artificial intelligence) আধিপত্য বাড়ছে। এবার মেটার (Meta) উপর পড়তে চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তার আঁচ। জানা যাচ্ছে, এআই (AI) চালিত 'ব্যক্তিত্ব' সংস্থায় আনতে চলেছে মার্ক জাকারবার্গের মেটা (Meta CEO Mark Zuckerberg)। আগামী মাসেই মেটার বিভিন্ন পরিষেবা যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ওই এআই কর্মী দ্বারা নিয়ন্ত্রিত হবে। এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে এনগেজমেন্ট আরও বাড়াতে সহায়তা করবে কৃত্রিম বুদ্ধিমত্তা, এমনটাই মনে করছেন মেটা আধিকারিকরা।