Robot Girlfriend: রোবট গার্লফ্রেন্ডের চাহিদা তুঙ্গে, মানুষের সঙ্গে মানুষের প্রেম কি সঙ্কটে!
মানুষে মানুষে সম্পর্ককে চ্যালেঞ্জে ফেলে বাজারে এসে গেল রোবট গার্লফ্রেন্ড। একেবারে অবিকল গার্লফ্রেন্ডের মত ব্যবহার, কাজ করবে এই রোবট।
Aria The Robot Girlfriend: মানুষে মানুষে সম্পর্ককে চ্যালেঞ্জে ফেলে বাজারে এসে গেল রোবট গার্লফ্রেন্ড। একেবারে অবিকল গার্লফ্রেন্ডের মত ব্যবহার, কাজ করবে এই রোবট। লাস ভেগাসের ইলেকট্রনিক্স শো-য়ে এমন এক রোবটের লঞ্চ হল যা নাকি মানুষের প্রেমিকার অভাব পুরোপুরি পূর্ণ করে দিতে পারে। আরিয়া নামের গার্লফ্রেন্ড রোবটকে এমনভাবে বানানো হয়েছে, যে কোনও পুরুষের মনের মত হয়ে ওঠে। একেবারে বাস্তব জীবনের গার্লফ্রেন্ডের মত 'রোবট আরিয়া'ভালবাসতে পারে, কথা বলে, প্রয়োজনে গান করে, আবার অভিমানও করে।
রোবট প্রস্তুতকারী সংস্থা রিয়েল বোটিক্স (Realbotix)-এর দাবি, তাদের তৈরি 'রোবট আরিয়া' একবার কিনে নিতে পারলে আর বাস্তব জীবনের গার্লফ্রেন্ড বা প্রেমিকার প্রয়োজন হবে না। তবে ভার্চুয়াল বা রোবট প্রেমিকাকে ঘরে আনতে দাম একটু বেশীই খরচ হবে। 'রোবট আরিয়া'-র দাম ১ লক্ষ ৭৫ হাজার মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় দেড় কোটি টাকা)।
দেখুন আরিয়া-দ্য রোবট গার্লফ্রেন্ডকে
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)