Hacktivism: ধর্মীয় প্রেরণায় হ্যাকিংয়ের প্রধান টার্গেট হয়ে উঠেছে ভারত, বলছে রিপোর্ট
কখনও এইমস তো, কখনও সরকারী গুরুত্বপূর্ণ অফিস। সাম্প্রতিককালে দেশের বিভিন্ন জায়গা থেকে আসছে কম্পিউটার হ্যাকিংয়ের ঘটনার খবর।
কখনও এইমস তো, কখনও সরকারী গুরুত্বপূর্ণ অফিস। সাম্প্রতিককালে দেশের বিভিন্ন জায়গা থেকে আসছে কম্পিউটার হ্যাকিংয়ের ঘটনার খবর। দিন দিন দেশে বাড়ছে হ্যারকিংয়ের ঘটনা। সাইবার বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন,আগামী দিনে হ্যাকিংয়ের ঘটনা আরও বাড়বে।
এরই মধ্যে আন্তর্জাতিক রিপোর্টে বলা হয়েছে গত তিন বছরে বিশ্বের মোট ৬৭টি দেশকে টার্গেট করেছে আন্তর্জাতিক হ্যাকার গ্রুপ। তাদের মধ্যে সবচেয়ে বেশী টার্গেট করা হয়েছে ভারতকে। এরপর আছে ইজারেয়ল, পোল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তানের মত দেশ। ভারতকে হ্য়াকিংয়ের প্রধান টার্গেট বানানোর পিছনে ধর্মীয় প্রেরণাও থাকছে বলে সেই রিপোর্টে প্রকাশ। সঙ্গে রাজনৈতিক ও আর্থিক কারণও থাকছে।
ভারতে সবচেয়ে বেশী হ্যাকিং হচ্ছে সরকারী অফিসে। তারপর হ্যাকারদের টার্গেট হয়ে উঠছে এনজিও, শিক্ষামূলক ওয়েবসাইট, অটো মোবাইল, ফিনান্স ও ব্যাঙ্কিং ক্ষেত্র।
দেখুন টুইট