Harry Porter Wizarding World Get First Transgender Character: হ্যারি পটারে এবার রুপান্তরকামী চরিত্র

বাজারে আসছে হ্যারি পটারের নতুন গেম হগওয়ার্ডস লিগ্যাসি। নতুন চরিত্রে রুপান্তরকামী মহিলা।

Photo courtsy twiter IGN

জে কে রাউলিং এর দৌলতে হ্যারি পটার সিরিজের ছবি  অনেকেই দেখেছেন। ভোল্ডেমর্টের সঙ্গে ছোট্ট হ্যারির যুদ্ধও অনেকেই উপভোগ করেছেন সিনেমার পর্দায়। এবার সেই হ্যারি পটার সিরিজে এবার আরও একটি নতুন চরিত্রর দেখা মিলবে। সেই চরিত্রটি হবে একজন রুপান্তরকামী মহিলার। তবে ছবি নয়। হ্যারি পটারের নতুন গেমে পাওয়া যাবে নতুন এই চরিত্রটি। সিরোনা রায়ান নামের একটি চরিত্রকে তুলে ধরা হয়েছে গেমটির নির্মাতা পোর্টকি-র তরফে।

তবে হগওয়ার্ডস লিগ্যসি নামের এই গেমটিতে সিরোনা রায়ানের চরিত্রটি বিতর্ক উস্কে দিয়েছে।দ্বিধাবিভক্ত হয়েছে হ্যারি পটারের ফ্যানেরা।প্রাথমিকভাবে নতুন গেমাররা হ্যারি পটারের এই সিরিজে হগওয়ার্ড, হগসমেড,  দ্য ফরবিডেন ফরেস্ট সহ নানান জায়গা এই গেমের মাধ্যমে উপভোগ করতে পারবে।

আমেরিকান মিডিয়া কোম্পানি ভ্যারাইটির মতে নতুন এই গেম ১০ ই ফেব্রুয়ারী সারা বিশ্ব জুড়ে রিলিজ করবে প্লে স্টেশন ৫, এক্স বক্সের এক্স এস সিরিজ এবং পিসি মেশিনে। পিএস ৪ এবং এক্স বক্স ওয়ান গেম মেসিনে আসবে ৪ ই এপ্রিল। এছাড়া  ২৫ জুলাই নিনটেন্ডোতে রিলিজ করবে হ্যারি পটারের হগওয়ার্ড লিগ্যাসি।

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)



@endif