Humanoid Robot: হিউম্যানয়েড রোবটের আঁকা দুনিয়ার প্রথম নিখুঁত ছবি নিলামে বিক্রি হল সাড়ে ৮ কোটি টাকায়
এবার একেবারে নিখুঁত ছবি এঁকে ফেলল হিউম্যানয়েড রোবট (Humanoid Robot)। মানুষদের মধ্যেই ক'জনই বা পারে ছবি আঁকতে! কিন্তু এবার একেবারে নামজাদা চিত্রকরের মত ছবি এঁকে ফেলল মানুষের মত দেখতে, কাজ করতে পারা রোবট।
এবার একেবারে নিখুঁত ছবি এঁকে ফেলল হিউম্যানয়েড রোবট (Humanoid Robot)। মানুষদের মধ্যেই ক'জনই বা পারে ছবি আঁকতে! কিন্তু এবার একেবারে নামজাদা চিত্রকরের মত ছবি এঁকে ফেলল মানুষের মত দেখতে, কাজ করতে পারা রোবট। চিত্রকর হিউম্যানয়েড রোবটের আঁকা বিখ্যাত ইংরেজ গণিতজ্ঞ আলান তুরিংয়ের ছবি নিলামে বিক্রি হল ১০.৮৪ লক্ষ মার্কিন ডলারেরও বেশী দামে। ভারতীয় মুদ্রায় প্রায় ৮ কোটি ৩০ লক্ষ টাকার মত।
রোবেটের আঁকা সেই প্রোটরেটটি সাড়ে ৭ ফুট (২.২ মিটার) লম্বা । ছবিটির নাম রাখা হয়েছে 'এআই গড (চিত্রকর Ai-Da)।
হিউম্যানয়েড রোবটের আঁকা নিলামে রেকর্ড দরে বিক্রি হল ছবি
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)