Humanoid Robot: হিউম্যানয়েড রোবটের আঁকা দুনিয়ার প্রথম নিখুঁত ছবি নিলামে বিক্রি হল সাড়ে ৮ কোটি টাকায়
এবার একেবারে নিখুঁত ছবি এঁকে ফেলল হিউম্যানয়েড রোবট (Humanoid Robot)। মানুষদের মধ্যেই ক'জনই বা পারে ছবি আঁকতে! কিন্তু এবার একেবারে নামজাদা চিত্রকরের মত ছবি এঁকে ফেলল মানুষের মত দেখতে, কাজ করতে পারা রোবট।
এবার একেবারে নিখুঁত ছবি এঁকে ফেলল হিউম্যানয়েড রোবট (Humanoid Robot)। মানুষদের মধ্যেই ক'জনই বা পারে ছবি আঁকতে! কিন্তু এবার একেবারে নামজাদা চিত্রকরের মত ছবি এঁকে ফেলল মানুষের মত দেখতে, কাজ করতে পারা রোবট। চিত্রকর হিউম্যানয়েড রোবটের আঁকা বিখ্যাত ইংরেজ গণিতজ্ঞ আলান তুরিংয়ের ছবি নিলামে বিক্রি হল ১০.৮৪ লক্ষ মার্কিন ডলারেরও বেশী দামে। ভারতীয় মুদ্রায় প্রায় ৮ কোটি ৩০ লক্ষ টাকার মত।
রোবেটের আঁকা সেই প্রোটরেটটি সাড়ে ৭ ফুট (২.২ মিটার) লম্বা । ছবিটির নাম রাখা হয়েছে 'এআই গড (চিত্রকর Ai-Da)।
হিউম্যানয়েড রোবটের আঁকা নিলামে রেকর্ড দরে বিক্রি হল ছবি