Xiaomi: শাওমির ৫ হাজার ৫৫১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডি-র

অবৈধ লেনদেনের অভিযোগে চিনের বিখ্যাত মোবাইল ফোন বিক্রেতা সংস্থা শাওমি (Xiaomi)-র বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।

Xiaomi Mi TV 4A Horizon Edition (Photo Credits: Xiaomi India)

অবৈধ লেনদেনের অভিযোগে চিনের বিখ্যাত মোবাইল ফোন বিক্রেতা সংস্থা শাওমি (Xiaomi)-র বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বৈদেশিক মুদ্রা লেনদেন আইন অনুযায়ী শাওমি (Xiaomi Technology India Pvt Ltd.)-র ৫ হাজার ৫৫১ কোটি ২৭ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় সংস্থা ইডি। মাস দুয়েক আগে শাওমি-র বিরুদ্ধে অবৈধ আর্থিক লেনদেনের তদন্ত শুরু করেছিল ইডি। ভারতে কম ও মধ্য বাজেটের স্মার্টফোনের বাজারে একচেটিয়া বাজার দখল করা শাওমি-র কাছে এটা বড় ধাক্কা তা নিয়ে সন্দেহ নেই। আরও পড়ুন: চুরি করতে গেলেই পড়বে ধরা, অত্যাধুনিক ই-বাইক আবিষ্কার করলেন এই যুবক ( দেখুন ছবি)

দেখুন টুইট