Twitter: টুইটার ছাঁটাই করবে ৯০ শতাংশ ভারতীয় কর্মীকে, দাবি আন্তর্জাতিক সংস্থার

ফের কোপ পড়তে চলছে টুইটারে কর্মরত ভারতীয় কর্মচারীদের উপর। এমনটাই জানা গেল আন্তর্জাতিক এক সংস্থার প্রকাশিত রিপোর্টে।

Twitter (Photo Credit: Twitter)

নয়াদিল্লি: ফের কোপ পড়তে চলছে টুইটারে (Twitter) কর্মরত ভারতীয় কর্মচারীদের (Indian employess) উপর। এমনটাই জানা গেল আন্তর্জাতিক এক সংস্থার প্রকাশিত রিপোর্টে।

সোমবার সন্ধ্যায় বিশ্বখ্যাত সংস্থা ব্লুমবার্গের (Bloomberg) তরফে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। তাতে সংস্থার তরফে দাবি করা হয়েছে যে, এবার ভারতে কর্মরত কর্মচারীদের মধ্যে ৯০ শতাংশকে বরখাস্ত করতে চলেছে ইলন মাস্কের নিয়ন্ত্রণাধীন টুইটার কর্তৃপক্ষ। এর ফলে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, ক্ষমতা হাতে পাওয়ার পর থেকে টুইটারের পুরনো কর্মীদের ছাঁটাই করা শুরু করেছেন ইলন মাস্ক। প্রথমে সরিয়ে দেন টুইটারের চিফ এগজিকিউটিভ পরাগ আগরওয়ালকে। এরপর একে একে আর্থিক বিভাগের প্রধান ও আইনি বিভাগের প্রধান-সহ একাধিক ভারতীয় কর্মচারীকে।

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)



@endif