Women's Junior Asia Cup 2023: জাপানকে ১-০ গোলে হারিয়ে জুনিয়র এশিয়া কাপের ফাইনালে উঠল ভারত

১১ জুন মেয়েদের জুনিয়র এশিয়া কাপ ২০২৩-এর ফাইনালে ভারত খেলবে চিন বা কোরিয়ার বিরুদ্ধে

Indian Women's Junior Team (Photo Credit: The Bridge/ Twitter)

শনিবার জাপানের গিফু প্রিফেকচারের কাকামিগাহারায় মেয়েদের জুনিয়র এশিয়া কাপ হকির সেমিফাইনালে জাপানকে ১-০ গোলে হারাল ভারতীয় জুনিয়র মহিলা হকি দল। ৪৭ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন সুনেলিতা টপ্পো। ২০১২ সালের পর এই জয়ের ফলে ভারতীয় দল দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টের ফাইনালে খেলবে। ভারত ২০২৩ সালের এফআইএইচ জুনিয়র হকি বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোর যোগ্যতা অর্জন করেছে। এটি অনুষ্ঠিত হবে চিলির সান্তিয়াগোতে ২৯ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত। মেয়েদের জুনিয়র এশিয়া কাপ ২০২৩-এর সেরা তিন দল জুনিয়র বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। আগামী ১১ জুন মেয়েদের জুনিয়র এশিয়া কাপ ২০২৩-এর ফাইনালে ভারত খেলবে চিন বা কোরিয়ার বিরুদ্ধে।