Wimbledon Responds to Sania Mirza’s Heartfelt Goodbye Note: 'তোমায় মিস করব', উইম্বলডনকে আবেগ তাড়িত টুইট সানিয়া মির্জার; এল পাল্টা শুভেচ্ছাও

দিয়ে আমরা যে পরিস্ম এখানে করেছি, দিনের শেষে তা মূল্যবান অভিজ্ঞতার ঝুলিতে জায়গা নিয়েছে। এবছরটা আর তেমন হবে না উইম্বলডন।

Sania Mirza

চলতি বছরের উইম্বলডন ক্যাম্পেন শেষ হয়েছে। আর মরশুম শেষে উইম্বলডনের উদ্দেশ্যে মর্মস্পর্শী বিদায় বার্তা লিখলেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা সানিয়া মির্জা (Sania Mirza)। মরশুম শেষে উইম্বলডন থেকে অবসর নিচ্ছেন  ২০১৫-র ডাবলস চ্যাম্পিয়ন। তিনি এক টুইট বার্তায় লেখেন, "কান্না, লড়াই, সংগ্রাম... দিয়ে আমরা যে পরিস্ম এখানে করেছি, দিনের শেষে তা মূল্যবান অভিজ্ঞতার ঝুলিতে জায়গা নিয়েছে। এবছরটা আর তেমন হবে না উইম্বলডন।  তোমায় শুধু দু'চোখ ভরে দেখতেই হয় উইম্বলডন। গত ২০ বছর ধরে এখানে খেলতে পারা, জয়ী হওয়া সম্মানের। যতদিন না আবার দেখা হচ্ছে, ততদিন তোমায় মিস করব। " 

সানিয়া মির্জার এহেন বার্তার প্রত্যুত্তর দিয়েছে উইম্বলডন (Wimbledon) কর্তৃপক্ষ।  সানিয়া মির্জা,  আমরা সম্মানিত বোধ করছি।  চূড়ান্ত উইম্বলডন অভিযানের পর ২০১৫-র ডাবলস চ্যাম্পিয়নকে অকুণ্ঠ শুভেচ্ছা।"

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)